বন্দরে বিপুল পরিমান মাদকসহ একই পরিবারের তিনজন গ্রেফতার
পাভেলঃ--অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল)শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার বন্দর থেকে ৭কেজি গাঁজা,১ হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
বুধবার(২৯জুলাই) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-মদনপুর ছোটবাগ এলাকার মৃত সুবেদ আলীর ছেলে তোফাজ্জল(৬০) তার ছেলে রিপন (২৫) ও তার স্ত্রী আমেনা বেগম।
অতিরিক্ত পুলিশ সুপার(খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ একই পরিবারের তিন জনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন