রূপগঞ্জ বাসীকে অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-পাট ও বস্ত্র মন্ত্রী গােলাম দস্তগীর গাজী স্যার ও তার সুযােগ্য সন্তান গােলাম মর্তুজা পাপ্পা এর স্নেহ ভাজন তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও তারাব পৌরসভা রুপগঞ্জ উপজেলার তারাব পৌর যুবলীগের যুগ্ম - সাধারণ সম্পাদক মােঃ মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করার আহ্বান জানান।
এসময় তিনি বলেন,আমি সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা। আর উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল আযহা শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকেন, নিরাপদে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন