জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী,মাদককারবারি রাসেল গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ র্যাব-১১র সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত সোনারগাঁ থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি গিট্টু হৃদয়ের একান্ত সহযোগী একাধিক মামলার আসামী মোঃরাসেল (৪০) জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার।
বৃহস্পতিবার(১৫জুলাই)বিকেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর (মাদলাপাড়া) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী রাসেল পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর (মাদলাপাড়া) গ্রামের মৃত সাফাতউল্লাহ’র ছেলে।
২০১৯ সালে ১১ সেপ্টেম্বর র্যাব-১১ এর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত সোনারগাঁ থানার তালিকাভুক্ত ১নং আসামী শীর্ষ সন্ত্রাসী,মাদককারবারি গিট্টু হৃদয়ের বড় বোনের জামাই হচ্ছে সন্ত্রাসী,মাদককারবারি মো. রাসেল।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী রাসেল প্রায় ১২-১৪ বছর যাবত এলাকায় ৩০-৩৫ জনের একটি সেন্ডিকেট করে বড় কোরবানপুর,ছোট কোরবানপুর শান্তিনগর,পাঁচআনী,মঙ্গলেরগাঁও,চরগোয়ালদি ও বটতলাসহ প্রায় ৮-৯টি গ্রামে প্রকাশ্যে মদ,বিয়ার, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
এমনকি সন্ত্রাসী রাসেল বাহিনীর লোকজন এলাকায় প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র সাথে নিয়ে ঘুরাফেরা করে। তার বাহিনীর ভয়ে এলাকার নিরীহ মানুষ মুখ খুলতে সাহস পায়।
গিট্টু হৃদয় এর সহযোগী শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন