সরকারী নির্দেশনা অমান্য করায় সোনারগাঁয়ে ২৭ ব্যাক্তিকে জরিমানা
আজকের সংবাদ ডেক্সঃ মহামারী করোনা সংক্রামণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। সরকারের এ লকডাউন কার্যকর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামসহ সকল উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
রোববার(২৫জুলাই) সোনারগাঁ উপজেলায় সরকারী নির্দেশনা অমান্য করে দুপুর তিনটার পরও বিভিন্ন দোকান খোলা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
এ সময় তিনি ২৭ জনকে ৩০,১০০/ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং নিয়ম মাফিক আদায় করেন এবং মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্য বিধি মান্য করার জন্য সচেতন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আমরা আপনাদের ভালো রাখতে বাইরে আছি আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘরে অবস্থান করুন। আমরা আপনাদের ভালো রাখতে সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবো। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন