ডাকাত কাউসার ও রাকিবকে কোর্টে চালান
মোঃ মোয়াশেল ভূঁইয়া
রূপগঞ্জে ধারালো অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের দুই সদস্য কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও তার ভাই মাদক ব্যবসায়ী রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৯জুলাই) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউছারের নিজ বাড়ি থেকে তাদের দুই ভাইকে গ্রেফতার করে ভূলতা ফাঁড়ির পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাউসার আহাম্মেদ ওরফে ডাকাত কাউসার ও রাকিব উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে।
আসামিদের নামে পৃথক দুইটি মামলা দিয়ে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে। শুক্রবার ( ৩০ জুলাই) ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন