অভিনব কায়দায় স্কুল ব্যাগে বিয়ার সরবরাহকালে এক কিশোর গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ অভিনব কায়দায় স্কুল ব্যাগে করে বিয়ার সরবরাহকালে আট ক্যান বিয়ারসহ ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোর ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৬ জুলাই) রাতে মুসলিমনগর এতিমখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে এ সময় পুলিশ উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মূল হোতা একই এলাকার ফারুক শেখের পুত্র লাদেন (২৩)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মুসলিমনগর এতিমখানা রোডস্থ ফরিদ শেখের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে এক কিশোরকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় মূল হোতা লাদেন। আটককৃত কিশোরের সাথে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে পুলিশ বেলজিয়ামের তৈরি আট ক্যান বিয়ার (ব্ল্যাক হিল) উদ্ধার করে। এ ঘটনায় মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন