সোনারগাঁয়ে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ঘাতক ড্রাইভার আটক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত।
শুক্রবার (১৬ জুলাই) সকালে মদনপুর থেকে আসা একটি পিকআপ ভ্যান তালতলা বাজারে অপর একটি মাছের ভ্যানকে ধাক্কা দিলে পথচারীসহ ২ জন ঘটনাস্থলে নিহত হন ও আরো ২ জন মারাত্মক ভাবে আহত হয়। আহত ২জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), উপজেলার জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্ৰামের আব্দুল কাশেমের ছেলে হাসিব (১২)।
খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও ঘাতক ড্রাইভার কে আটক করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন