র‌্যাব-১১র পৃথক অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামীসহ ৭ জুয়ারী গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

র‌্যাব-১১র পৃথক অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামীসহ ৭ জুয়ারী গ্রেফতার


র‌্যাব-১১র পৃথক অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামীসহ ৭ জুয়ারী গ্রেফতার


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জে র‌্যাব-১১র পৃথক অভিযানে এজাহারভুক্ত এক পলাতক আসামী ও ৭ জুয়ারী গ্রেফতার।

মঙ্গলবার(৬ই জুলাই)জেলার সদর মডেল থানার কালীবাজার এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামী সুজন(৩৫)কে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-১১র সুত্রে জানাযায়,গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে গত ২৮/০৬/২০২১ ইং তারিখে ভূক্তভোগী জনৈক মোঃ মাহতাব উদ্দিন জিকু (৩৪)’কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে তার কাছে থাকা নগদ টাকা,মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভূক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী সুজন (৩৫) ঐ মামলার ৫নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।

এদিকে অপর একটি অভিযানে ঐদিনই রাতে র‌্যাব-১১, ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অবৈধ প্রকাশ্য জুয়ার আস্তানা হতে নগদ ১৯ হাজার ৮৯০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৭ জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ আবুল কালাম (৩৫),মোঃ আতারুল (৩২),মোঃ আব্দুল মালেক (৩৫),মোঃ জয়নাল সরদার(৩৪),মোঃ এশারত সরকার (৩৩),মোঃ রাশেদ (৩৯), ও মোঃ মাসুদ (৩৮)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭