অভিনব কায়দায় গাঁজা পাচার,র্যাব-১১র অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ-অভিনব কায়দায় তুলাভর্তি কাভার্ডভ্যানে গাঁজা পাচার কালে র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার(১০ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,কুমিল্লা হতে ঢাকাগামী গার্মেন্টস তুলাভর্তি একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ২২ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-মোঃ আনোয়ারুল ইসলাম (৩৪), লালমনিরহাট জেলার আদিতমারী থানার বড় কমলাবাড়ী এলাকার মোঃ হোসেন আলী এর ছেলে,মোঃ দুলাল মিয়া (২৯) হেলপার মোঃ দুলাল মিয়া একই জেলার একই থানার পূর্ব দৈলজের এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে ও নুরুল ইসলাম (৫৯)কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন