মোঃ নুর নবী জনিঃ-২১শে আগস্ট গ্রেনেড হামলার খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনির আয়োজনে যুবলীগ,শ্রমিক লীগ,কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।গতকাল শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজার হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোকে প্রদক্ষিণ করে।
এর আগে মোগরাপাড়া বাজারে জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সোহাগ রনির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল বক্তব্য রাখেন হাজ্বী শাহ জামাল তোতা মেম্বার,বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃশাহ আলম,মোঃ ইদ্রিস আলী, জামাল প্রধান,হাজ্বী শাহআলমসহ সোনারগাঁ ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা ২১ আগস্ট ঘাতক গ্রেনেড হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাদের ফাঁসির দাবি জানান। শেষে নৃশংস হত্যার শিকার সকলের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন