র্যাব-১১র অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা হতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার(২রা আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ মাসদাইর এলাকার মৃত মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ মামুন (৩৫), একই জেলা ও থানার মধ্যেরচর এলাকার মৃত আঃ কাদিরের ছেলে মোঃ রফিক (৪০) ও একই জেলা ও থানার দক্ষিণ মাসদাইর এলাকার মৃত আঃ মোজাফফর বেপারীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৮)।
এসময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০,৮০০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন