মদনপুরে ৪০০পিস ইয়াবাসহ মিরাজ সরদার নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমন হাসান:-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড থেকে ৪০০পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ধামগড় ফাঁড়ির পুলিশ। গতকাল সন্ধায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড থেকে ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিরাজ সরদার (৩৫) দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাড্ডা মধ্যপাড়া এলাকার মতিন মিয়ার ভাড়াটিয়া মালেক সরদারের ছেলে।
ধামগড় ফাঁড়ির ইনচার্জ এমদাদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এস আই সিরাজ উদ্দৌলা ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা সহ মিরাজ সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন