গৃহবধুর কাপড় পরিবর্তনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি,লম্পট গ্রেফতার
বন্দর প্রতিনিধিঃ- বন্দরে এক গৃহবধূ (২৩)'র কাপড় পরিবর্তনের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও যৌন নিপীড়নের অভিযোগে লম্পট লিটনের বিরোদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে বন্দর থানায় ৩৮৫-৮৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ৩৭(৮)২১ইং। বন্দর থানা পুলিশ সোমবার সকালেই অভিযুক্ত লিটনকে ছালেনগর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযুক্ত লিটন ঐ বন্দর ছালেহনগর এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ আগষ্ট শনিবার দিবাগত রাত ২ টায় গৃহবধু জামাইপাড়া এলাকায় তার নিজ বাড়ির শয়নকক্ষে কাপড় পরিবর্তন করছিলেন। এ সময় তার কক্ষের জানালাতে উৎপেতে থাকা লিটন(৩৫) ওকিঁ মেরে ওই গৃহবধুর কাপড় পরিবর্তনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এ সময় দেখতে পেয়ে গৃহবধু চিৎকার চেচামেচির চেষ্টা করলে লম্পট লিটন পালিয়ে গিয়ে আমার কাছে মোবাইল ফোনে ১ লক্ষটাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে হুমকি দেয় এই বলে ধারণকৃত ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবে। পরে তার নিকট ওই ধারনকৃত ছবিগুলো ডিলিট করতে বললে সে ওই গৃহবধুকে নানাভাবে হুমকিসহ কু-প্রস্তাব দেয়। উপান্তর না পেয়ে গত শনিবার রাতে গৃহবধু বাদী হয়ে লম্পট লিটনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন