পাঁচ মিনিটের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু
আজকের সংবাদ ডেস্কঃ পাঁচ মিনিট ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু,একমাত্র ছেলের মৃত্যুর কথা শুনে পিতা স্তম্ভিত হয়ে পাঁচ মিনিটের মাথায় চিরবিদায় নিলেন তিনিও । তাঁদের দুজনকে এক সঙ্গে জানাযা দিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি গ্রামে এ ঘটনাটি ঘটে,গতকাল বৃহস্পতিবার(১২ই আগষ্ট) রাত ৮.৩৫ মিনিটে ছেলে মুজিবুর রহমানের (৬৫) মৃত্যুর পাঁচ মিনিট পর চলে গেলেন তার পিতা মজিদ দারোগা (৯০)।
স্থানীয় এলাকাবাসী জানায়,বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন ছিলেন সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ দারোগা। তাঁর একমাত্র ছেলে মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে। রাত ৮:৩৫মিনিটে তিনি মারা যান।এ খবর শুনে ছেলের মৃত্যুর ৫ মিনিট পর ৮:৪০ মিনিটে পিতাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পিতা পুত্রের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরে পিতা ও পুত্রের এক সঙ্গে জানাজার নামাজ আদায় শেষে স্থানীয় নয়ামাটি কবরস্থানে দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন