আজকের সংবাদ ডেক্সঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এছারাও আরও বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিবলু,নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবিবসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় পৌর পার্কে বিজয়স্তম্ভে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেন।
এছাড়াও সকাল সাড়ে ৯টায় উপজেলা কার্যালয়ে আলোচনা সভা,বাদ জোহর বিভিন্ন মসজিদে দো’আ মাহফিল ও মন্দির এবং গির্জায় সুবিধা মতো সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন