সোনারগাঁয়ে গণপরিবহন চালক ও শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃ লকডাউনে কর্মহীন গণপরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
বুধবার (৯ই আগষ্ট) বিকেলে উপজেলা মাঠে ত্রাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
এসময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়।
উপহার সামগ্রী হিসেবে ছিল,চাল, আলু, ডাল,লবণ ও তেল।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্যারের নির্দেশে সোনারগাঁয়ে লকডাউনে প্রায় পাঁচ শতাধিক কর্মহীন গণপরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রকৃত অসচ্ছল কর্মহীনদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জব্বর প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন