সোনারগাঁয়ে মুজিববর্ষে নির্মিত গৃহ ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে ঢাকা বিভাগের উপপরিচালক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মুজিববর্ষে নির্মিত গৃহ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের উপপরিচালক(স্থানীয় সরকার) খাদিজা তাহেরা ববি।
বুধবার(২৫ আগস্ট) তিনি পরিদর্শন করে গৃহ নির্মাণ কাজের সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।
এছারাও তিনি সোনারগাঁও উপজেলা বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।পরে তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ,সোনারগাঁ পৌরসভা,কাঁচপুর ইউনিয়ন পরিষদ ও সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
মুজিববর্ষে নির্মিত গৃহ পরিদর্শন কালে ঢাকা বিভাগের উপপরিচালক(স্থানীয় সরকার)তাহিরা ববি,প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অবস্থানরত গৃহহীন উপকার ভোগীদের কাছে জানতে চাইলে,তারা অনুভূতি ব্যক্ত করে বলেন সুন্দর ও সুস্থ জীবন প্রদানের জন্য তারা মাননীয় প্রধামন্ত্রীর প্রতি শ্রদ্ধাসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন