সোনারগাঁ জুড়ে করোনা টিকা প্রদান কার্যক্রম পরিদর্শনে এমপি খোকার সন্তোষ প্রকাশ
মোঃ নুর নবী জনিঃ-করোনা ভ্যাকসিন কার্যক্রমের সোনারগাঁয়ের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান সরকারের প্রসংশনীয় এই টিকা কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শনিবার সকাল থেকে দিন ব্যাপি সোনারগাঁও পৌরসভাসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি জনসাধারণের প্রতি স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাক্স পড়ার আহ্বান জানান।
কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম বেপারী,উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)গোলাম মোস্তফা মুন্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু।
এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদ কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমর,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,বৈদ্যোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ,কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মাসুম,কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,উপজেলা সাধারণ সম্পাদক আলী হায়দার,কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও গন যোগাযোগ সম্পাদক মোঃ হোসাঈনসহ স্থানীয় মেম্বার,থানা-পুলিশ,স্বাস্থ্য কর্মী,সাংবাদিক প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন