আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
মোঃ মোয়াশেল ভূঁইয়া
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম আজিজুল ইসলাম। তিনি উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। আজিজুল ঢাকা থেকে আড়াইহাজারের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, আজিজুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন। মারুয়াদী আসার পর অপর দিক থেকে আসা এক বাইসাইকেল চালক হঠাৎ করে তার মোটর সাইকেলের সামনে চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন