র্যাব-১১র অভিযানে দেশীয় মদ,ইয়াবা ও এক নারীসহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জে র্যাব-১১র অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ,ইয়াবা ও এক নারীসহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার(২রা আগস্ট) রাতে র্যাব-১১র একটি অভিযানিক দল সদর মডেল থানার টান বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ-নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার টান বাজার সুইপার কলোনীর মৃত কিশোর দাসের ছেলে মানিক দাস (৩০), বন্দর থানার মদনপুর পুকুনিয়া বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে আবু তাহের (৩৩),সোনারগাঁ থানার জালচর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আলী হোসেন (৫০) ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার টান বাজার সুইপার কলোনীর ছনু দাসের স্ত্রী পপি রানী (২৮)।
এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২১৫ লিটার দেশীয় বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন