বন্দরে গাঁজাসহ এক নারী গ্রেফতার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ নারায়ণগঞ্জ বন্দরে ৪ কেজি গাঁজাসহ খাদিজা বেগম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। সোমবার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বন্দরে এনায়েত নগর হতে গ্রেফতার করা হয়।
খাদিজা বাগেরহাট জেলার মোড়গাছা থানার বাবুল সিকদারের মেয়ে। তিনি বর্তমানে বন্দর এনায়েতনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে। এ ঘটনায় মাদক আইনে বন্দর থানায় একটি মামলা রুজু করা হয়। যার নং ১২(৮)২১।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব-৩’র আভিযানিক টিম। অভিযানে বন্দরের এনায়েত নগর মাদ্রাসা সংলগ্ন এলাকা হতে মাদক বিক্রয়কালে খাদিজাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন