সোনারগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদির বাড়িতে হামলা
সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাগলপুর গ্রামে হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদির বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে।
এ ব্যাপারে ভাগলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৬০) বাদি হয়ে সোনারগাঁও থানায় সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়ায় বাড়িতে হামলা করে তার পরিবারের ৩ সদস্যকে হত্যাচেষ্টা করায় শুকুরদী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মো. জাহিদ হোসেন (২০), লিটন মিয়া (৪৫), মো. তৌকির আহাম্মেদ ওরফে তকবির কসাইসহ (৩৯) অজ্ঞাতনামা ৫/৬ জন নের বিরুদ্ধে বাদি হয়ে গত ১ জুলাই সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন মো. মহিউদ্দিন।
মামলা থেকে সম্প্রতি উল্লেখিক বিবাদীরা আদালত থেকে জামিনে এসে বাদিকে থানা থেকে মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করে আসছে। গত ২১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মো. মহিউদ্দিনের বসত বাড়িতে এসে থানা থেকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়। এ সময় মামলা তুলে নিবো না বলে প্রতিবাদ করলে, তারা ধারালো রামদা উচিয়ে ভয় দেখায় সন্ত্রাসী জাজিদ, লিটন ও তকবির।
বিবাদিরা হুমকি দেয়, যদি ৭ দিনের মধ্যে তুলে না নেয়, তাহলে বাদি মহিউদ্দিন ও তার পরিবারের যাকেই রাস্তায় পাবে তাকেই নির্মম ভাবে কুপিয়ে হত্যা করবে। এ সময় তিনি ডাক চিৎকার শুরু করলে বিবাদিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মো, হাফিজুর রহমান জানান, থানার এসআই মেহেদী হাসান বিষয়টি তদন্ত করছেন। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন