সোনারগাঁ মহিলা সংস্থার আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁ মহিলা সংস্থার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ৮ আগস্ট) বিকেলে সোনারগাঁ মহিলা সংস্থার আয়োজনে উপজেলা মহিলা সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্যর সহধর্মিনী,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী ও নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জব্বার,উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন,নারী নেত্রী জাহানারা আক্তার,সাবেক মেম্বার রুনা আক্তার,নাছিমা আক্তার পলিসহ আরও অনেকে।
আলোচনা সভাশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন