এমপি খোকার প্রচেষ্টায় হাজী মতিউর রহমান সরকারী উচ্চ বিদ্যালয়ের মেইন গেট ও বাউন্ডারি নির্মান
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজী মতিউর রহমান সরকারী উচ্চ বিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে মেইন গেট ও বাউন্ডারি নির্মান কাজ চলছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার মোঃ আলী কাজের তদারকি করছেন।
হাজী মতিউর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ও মেন গেট নির্মাণ কাজের ব্যাপারে মোহাম্মদ আলী মেম্বার বলেন, মাননীয় সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা মহোদয় এর কাছে আমি ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে যখন স্কুল গেইট এবং বাউন্ডারি করার জন্য প্রস্তাব করি ঠিক তখনই এমপি সাহেব ইঞ্জিনিয়ার আরিফুল হক সাহেব কে নির্দেশ দেন যে, স্কুলের জন্য আমার ছোট ভাই যা যা ডিমান্ড করছে সব কিছু করে দিবেন।তারই ধারাবাহিকতায় এমপি মহোদয়ের চেষ্টায় আজ এই স্কুলের ৪র্থ তলা ভবনসহ গেইট বাউন্ডারির নির্মান কাজ চলছে।
এসময় তিনি মহান রাব্বুল আলামীন এর কাছে শুকরিয়া আদায় করে হাজী মতিউর রহমান সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী,অভিভাবক বৃন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য বৃন্দ পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।এসময় তিনি রব্বুল আলামীনের কাছে ওনাদের নেক হায়াত কামনা করে দোয়া করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন