সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাবুল ওমর বাবু
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।
রোববার (৮ই আগস্ট) দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যু হলে পদটি শুন্য হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন গত ২২ জুলাই মৃত্যুবরণ করায় উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিত থাকাকালীন সময়ে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা প্যানেল চেয়ারম্যান-১ বাবুল ওমর বাবুকে নির্দেশক্রমে প্রদান করা হলো।’
দায়িত্ব নেওয়ার আগে তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রায়ত উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)গোলাম মুস্তাফা মুন্না উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,নোয়াগাঁও ইউনিয়ন এর চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন মেম্বার,বারদী ইউপি সদস্য দাইয়ান সরকার প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন