ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ - ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গত মঙ্গলবার গভীর রাতে ফতুল্লার নন্দলালপুর মেডিকেল রোড খালপাড় এলাকার দ্বীন ইসলামের দুইতলা বিল্ডিং এর পাশে কাঁচা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাপাতি ১টি, সুইচ গিয়ার চাকু ২টি, ছোরা ৩টি, দা ১টি এবং স্টিলের পাইপ ৪টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, মোঃ স্বাধীন হোসেন ওরফে জয় (২৫), মোঃ সুজন (২৭), মোঃ জোনায়েদ হোসেন (২৭), মোঃ পাপ্পু মিয়া (২৩), মোঃ রানা (২৮), মোঃ শাহিন চৌধুরী (২২), মোঃ নকিবুল ইসলাম ওরফে অনি (২৫), মোঃ হাসান (২৫), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ ফজলে রাব্বি (২১), মোঃ নাইম হোসেন নিলয় (২০) । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন।
র্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন