সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ ফ্যাক্টরীতে র্যাবের অভিযান,ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা
আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত ও ভেজাল ভেষজ ঔষধ উৎপাদনের দায়ে ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা,অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর)বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থানার চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না।
ভ্রাম্যমাণ আদালত ভেজাল ভেষজ ঔষধ তৈরির দায়ে মোঃ মনির হোসেন (২৯),মোঃ ফজল খান(৬৫), মোঃ নজরুল ইসলাম (৪৪) ও মোঃ ইয়াছিন (১৯) দেরকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময়'সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ’ ফ্যাক্টরীতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ঔষধ জব্দপূর্বক ধংস করা হয়। পরবর্তীতে ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ’ সীলগালা করে দেওয়া হয়।
অননুমোদিত ও ভেজাল ভেষজ ঔষধ উৎপাদন ও বাজারজাত করণের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন