আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ অভিযান চালিয়ে মোঃ নাঈম (৩০) ও মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন (১৯) নামে দুই জ্বালানী তৈল চোরাই চক্রের সদস্য গ্রেফতার।
রোববার(২৬ সেপ্টেম্বর) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি ড্রামভর্তি ১৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ নাঈম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাট গোদনাইল বাড়ীপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ এর ছেলে ও অপর আসামী মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ভাটারা এলাকার।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা চোরাই তৈল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য,তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দঃ বিঃ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন