আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর হতে র্যাব-১১র অভিযানে ৮৫ বোতল ফেনসিডিলসহ মোঃ অন্তর (২৩)নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার(২৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় বন্দর থানার মদনপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১র প্রেস রিলিজ থেকে জানা যায়,বাসের সাধারণ যাত্রীবেশে মাদক ব্যবসায়ী মোঃ অন্তর ফেনসিডিল পাচারকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী থানার চম্পকনগর সাতরা এলাকার মোঃ নাজির হোসেন এর ছেলে।
গ্রেফতারকৃত আসামী মোঃ অন্তর দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক জেলা হতে অন্য জেলায় ভ্রমণের আড়ালে অভিনব পদ্ধতিতে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল। কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন