নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দীপক চন্দ্র সাহা
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জ জেলার সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন ব্যারাক কনফারেন্স রুমে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় ২য় বারের মত তাকে এ সম্মাননা তুলে দেন নারায়গঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু,অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) বিল্লাল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে ওসি দীপক চন্দ্র সাহা এক প্রতিক্রিয়ায় বলেন, নারায়ণগঞ্জ জেলার সার্বিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। খুবই ভাল লাগছে। উন্নত বিশে^র আদলে পুলিশি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। জনগনের পাশে থেকে তাদের জীবনকে সুন্দর ও নিরাপদময় করতে আমরা বদ্ধ পরিকর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন