আজকের সংবাদ ডেস্কঃ -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৭৫জন গরীব ও দুস্থদের মাঝে চাল, ডাল, তেলা, আলু, পেয়াজ ও লবন খাদ্য সহায়তা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. শহীদুল ইসলাম। বিশেষ মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জনতা ব্যাংক লিঃ এর সিবিএ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মো. ফিরোজ হোসেন, জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ডিজিএম মো. আপ্তাবুজ্জামান মিয়া, জনতা ব্যাংক নারায়ণগঞ্জ এরিয়া অফিস ডিজিএম মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন লাঙ্গলবন্দ শাখার ম্যানেজার মো. মনিরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের কাঁচপুর, সোনারগাঁও, পানামনগর ও চৌধুরীগাঁও বাজার শাখার ম্যানেজারগন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন