স্কুল খোলার পর বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করলেন ইঞ্জিঃ মাসুম
আজকের সংবাদ ডেস্কঃ-করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৯মাস পর সারাদেশের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।
মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন নিয়ম কানুন মেনে বিদ্যালয়গুলোতে পাঠদান করতে হবে। দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে ছাত্র ছাত্রীরা অনেক আনন্দিত। ছাত্র ছাত্রীদের এই আনন্দের সাথে শরিক হতে এবং বিদ্যালয়গুলোর প্রস্তুতি দেখতে বিদ্যালয় খোলার পর মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তিনি মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ পরিদর্শন কালে কর্তৃপক্ষকে ১০০০পিস মাস্ক বুজিয়ে দেন,পরে ছাত্র ছাত্রীদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এই সময়ে ছাত্র ছাত্রীদের মাঝে প্রানের সঞ্চার ফিরে আসে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন