আজকের সংবাদ ডেস্কঃ সামাজিক যােগাযােগ মাধ্যমে দেখে অজ্ঞাত নারীর লাশের পরিচয় সনাক্ত করেন অজ্ঞাত সেই নওহত নারীর স্বামী কামরুল হাসান, নিহত নারীর নাম আঞ্জুমান আরা (৩২)। সে ঝালকাঠি সদর উপজেলার কামরুল হাসানের স্ত্রী।
এর আগে গতকাল শুক্রবার উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার বরাবো রোডের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে নিহতের স্বামী কামরুল হাসান জানান,গত বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ব্যাংক থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করে রূপগঞ্জ গাউছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।পরে তাকে আর খুজে পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে খবর প্রকাশিত হলে তার ছবি দেখে পরিচয় শনাক্ত করেন।
এবিষয়ে সােনারগাঁ থানার অফিসার ইনচার্জ মােঃ হাফিজুর রহমান জানান,লাশের পরিচয় সনাক্ত হয়েছে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুবৃর্ত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে গেছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন