আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১র অভিযানে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার( ৭সেপ্টেম্বর) র্যাব-১১র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার স্টেডিয়াম ভিআইপি গেইট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার।
এসময় ভ্রাম্যমাণ আদালত অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনকারী ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জামাই ফুড প্রোডাক্ট’কে ৫ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরীতে অননুমোদিত চানাচুর তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর ভোজ্যতেল জব্দ পূর্বক ধংস করা হয় এবং এস এস এগ্রো ফুড এন্ড কেমিক্যাল ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা করে, পরবর্তীতে এস এস এগ্রো ফুড এন্ড কেমিক্যাল ফ্যাক্টরী সীলগালা করে দেওয়া হয়।
অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করনের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন