সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে এক শিশুর মৃত্যু
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়ে সুমাইয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার(১৫ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়,উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে সুমাইয়া গতকাল বুধবার বিকালে খেলতে গিয়ে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে ডুবে যায়।
পরে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধ্যার দিকে পানিতে সুমাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন