পেটের ভেতর নিষিদ্ধ মাদক পাচারকালে র্যাবের হাতে আটক-১
আজকের সংবাদ ডেস্কঃ মাদক ব্যবসায়ী মোঃ নুর হোসেন (৪০) এর পেটের ভেতর থেকে আঠারো হাজার পিস ইয়াবা বের করলেন র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১০সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নুর হোসেন কক্সবাজার জেলার কক্সবাজার টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে।
মাদক কারবারি মোঃ নুর হোসেন দীর্ঘ দিন যাবৎ অভিনব কায়দায় পেটের ভিতর করে নিষিদ্ধ ইয়াবা পাচার করে আসছিলো। নুর হোসেন নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বলে জানা যায়।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন