সোনারগাঁ উপজেলা পরিষদ উপনির্বাচন, দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুরু
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের তিন নেতা।
রোববার(৪ সেপ্টেম্বর)প্রার্থীরা রাজধানীর ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ৭ই অক্টোবর উপ-নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের ৭নেতা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন।
সদ্য প্রয়াত সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের ছোট ভাই মনির হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মনোনয়নপত্র সংগ্রহ করেন আজ।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম,তার ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা যায়।
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুর পর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২রা সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে আগামী ১৩ তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা দেওয়া হয়। ফলে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন মনোনয়ন প্রার্থী নেতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন