সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এলিজা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় নিজ বাসা থেকে এলিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
নিহত গৃহবধূ এলিজা দেলু মিয়ার মেয়ে এবং ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবিরের ছোট ভাই শুভর স্ত্রী।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছি। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ নিতে চাচ্ছিলো কিন্তু স্বামীর বাসা থেকে উদ্ধার হওয়াতে আমরা মরদেহ দেইনি। এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন