সোনারগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজকের সংবাদ ডেস্কঃ "আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো" সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,উপজেলা সমবায় কর্মকর্তা আনিছা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তাগন।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সোনারগাঁওয়ের প্রতিভাবান শিল্পীবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন