বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ বন্দরে বাদশা ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) রাত ১০ টায় বন্দরের মাহমুদ নগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত মুকুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আশরাফ আলীর ছেলে। সে বন্দরে ভাড়া বাসায় থেকে ডকইয়ার্ডে ব্লাস্টিং এর কাজ করতো।
ডকইয়ার্ডের কর্মচারীরা জানায়,মঙ্গলবার রাতে ডকইয়ার্ডে কাজ করার সময় হ্যালোজেনের তারে বিদ্যুতে জড়িয়ে যায় মুকুল। এসময় ডকইয়ার্ডে কর্মরতরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মুকুলের ভাই সাইফুল বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার বলেন, আজ সকালে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন