আজকের সংবাদ ডেস্কঃ বিনা প্রতিদ্বন্ধিতায় সােনারগাঁ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে মিষ্টিমুখ করান সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. সামসুল ইসলাম ভুইয়া।
সোমবার(২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এমপি খোকার অফিসে গিয়ে দুজন দুজনকে অভিনন্দন জানিয়ে মুখে মিষ্টি তুলে দেন।
উপজেলা পরিষদের উপ-নির্বাচনে কোন প্রার্থী না থাকায় এড.সামসুল ইসলাম ভুইয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান ঘোষণা করে নির্বাচন রিটানিং অফিসার। ঘোষনার পরই সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে মিষ্টিমুখ করান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুলের বাবু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও আওয়ামীলীগ, জাতীয়পার্টির নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন