প্রয়াত উপজেলা চেয়ারম্যানের কবর জিয়ারত করে মনোনয়ন জমা দিলেন এড.সামসুল ইসলাম
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া সাবেক সাংসদ মরহুম সাজেদ আলী মোক্তার,আবুল হাসনাত ও সদ্য প্রয়াত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন চেয়ারম্যানের কবর জিয়ারত করে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিলেন।
সোমবার(১৩ সেপ্টেম্বর)মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাচন কমিশনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে সকাল থেকে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সর্মথকরা ভীড় জমান,বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে মিছিল করে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁয়ে সাবেক সংসদ সদস্য হাসনাত,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচ মাসুদ দুলাল,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বিরু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিবলুসহ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন