মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯ ড্রামভর্তি বিপুল পরিমাণ চোরাই জ্বালানি তেলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে গোদনাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই ব্যক্তি হলেন: গোদনাইল বাড়িপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ’র ছেলে মো. নাঈম (৩০) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন ভাটারা এলাকার জাহিদ হাসান ওরফে মিসকিন (১৯)। তাদের কাছ থেকে ৯টি ড্রামভর্তি ১ হাজার ৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার আসামিরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামিদের বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাও করেছে র্যাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন