নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ,ও জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সোনারগাঁও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ গভীর রাত পর্যন্ত পরিদর্শন করেন।
এসময় এমপি খোকা বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিয়মতান্ত্রিক ভাবে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশ আজ একধাপ এগিয়ে। এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব করার জন্য আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,জাতীয় সেচ্ছাসেবকপার্টির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান কামাল, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক হাসান ইমাম, জাতীয় পার্টি নেতা জহির হোসেনসহ আরোও অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন