জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র মৃত্যুতে এমপি খোকার শোক প্রকাশ
আজকের সংবাদ ডেক্সঃ জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু মৃত্যু বরন করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এমপি খোকা মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন মহান আল্লাহ পাক যেন তাদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন সেই সাথে মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আল্লাহ পাক জান্নাত বাসী করুক ,আমীন ।।
উল্লেখ্য আজ সকাল ৯টা ১২ মিনিটে রাজধানী বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য ভক্ত অনুরাগী এবং রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন