নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-সোনারগাঁ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন।
রোববার(৩রা অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
এসময় আরও উপস্থিতি ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বীরু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট নুরজাহান,কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমর,জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ শাহজাদা ভূইয়া,মোগরাপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মোঃসোহাগ রনিসহ ইউনিয়ন ও থানা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন