ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা



আজকের সংবাদ ডেস্কঃ-মোবাইল ফোনে ডেকে নিয়ে এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করা হয়েছে।


শনিবার(১৬ অক্টোবর) সকাল আনুমানিক আটটার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ইজিবাইক চালক সুজন ফকির (৪২) নাটোর জেলার ভুলুদাসপুর থানার রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। 


নিহত সুজন ফতুল্লার নবীনগর এলাকার শাহ আলমের বাড়ীতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।


নিহতের স্ত্রী মর্জিনা জানায় সুজন কয়েকদিন আগে গার্মেন্টসের কাজ ছেড়ে দিয়ে ইজিবাইক ভাড়ায় চালানো শুরু করেন, সকাল সাড়ে ৭টার দিকে  মোবাইলে ফোন কে বা কারা সুজন ফকিরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।পরে সকাল ৮টায় খবর পাই তাকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি চাই।



ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে সুজন ফকিরকে হত্যা করা হয়েছে। সুজনসহ চারজন একটি ইজিবাইকে হয়তো কোথাও যাচ্ছিল। যাওয়ার পথে নয়াবাজার এলাকায় সড়কে ইজিবাইক রেখে সুজনের ওপর তিনজন ফুসে ওঠে। এক পর্যায়ে সুজনের গলায় ছুরিকাঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে।


তিনি বলেন,চেষ্টা করছি তাদের খুঁজে দ্রুত গ্রেফতার করার। লাশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭