সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রয়াত রাজনৈতিক আবু ছিদ্দিক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবু ছিদ্দিক মোল্লার গত বছরের ২৮ অক্টোবর মারা যান। আবু ছিদ্দিক মোল্লা রাজনীতির পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জে বেশ কিছু সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আবু ছিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল সহ-সাধারণ সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন সভাপতি হাজী মোহাম্মদ জলিলসহ পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শুভাকাঙ্খীরা তার প্রতি শ্রদ্ধা জানাবেন। আবু ছিদ্দিক মোল্লার পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁওয়ের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন