আজকের সংবাদ ডেস্কঃ-জাতীয়তাবাদী ছাত্রদলের সোনারগাঁ উপজেলা শাখার আহবায়ক কমিটি দীর্ঘ আঠারো বছর পর গঠন করা হয়। ২১সদস্য বিশিষ্ট কমিটিতে জাকারিয়া ভূঁইয়াকে আহবায়ক ও জহিরুল ইসলাম জনিকে সদস্য সচিব করা হয়।
ছাত্রদল সূত্র জানায়, গতকাল ১৯শে অক্টোবর এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
কিন্তু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের ছবি সংযোজনের দাবী জানালে কমিটির যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ- বিন-ইমতিয়াজ বকুলের ছবি এবং অপর কয়েক জন যুগ্ম-আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের ছবিও ব্যাবহারের দাবী জানায়। এসময় কমিটির আহবায়ক জাকারিয়া ভূঁইয়া কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক সভা অনুষ্ঠানের প্রস্তাব করে বলে জানা যায়।
এব্যাপারে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া সাংবাদিকদের জানায়, ২রা ফেব্রুয়ারী ২০২০ইং তারিখ মোতাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা হচ্ছে, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছবি/ফটোগ্রাফ ব্যাতীত অন্য কারো ছবি ব্যাবহার করা যাবে না। তাই আমরা এই নির্দেশনার আলোকে ব্যানার তৈরী করে পরিচিতি সভার প্রস্তুতি নেই। সদস্য সচিব জহিরুল ইসলাম জনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি সংযোজনের পক্ষে অনড় অবস্থান নেওয়ায় এ সভা বাতিল হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন