আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জে র্যাব-১১র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গালকাটা জাকির (৩৮) গ্রেফতার।
শুক্রবার(২২ অক্টোবর) রাতে সদর মডেল থানার মন্ডলপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জ সদর মডেল থানার নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। তার বিরূদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি চুরি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে গা-ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে উক্ত আসামী পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
একপর্যায়ে সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন ওরফে গালকাটা জাকির ২০০৯ সালে দেশ ছেড়ে পালিয়ে প্রবাসে (দুবাই) পাড়ি জমায়। দীর্ঘ প্রবাস জীবন শেষে সে ২০২০ সালে কৌশলে দেশে ফিরে আসে এবং তার নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১র একটি বিশেষ আভিযানিক দল পলাতক আসামী সনাক্ত করে গতকাল রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মন্ডলপাড়া মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন